1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

দৈনিক কবিতা প্রকাশ  কবিতা -“ফোনভোজন” কলমে-তৌফিক হক মন্ডল তারিখ-০৫/০৭/২০২৫

  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

দৈনিক কবিতা প্রকাশ
কবিতা -“ফোনভোজন”
কলমে-তৌফিক হক মন্ডল
তারিখ-০৫/০৭/২০২৫

ঘন্টাখানেক পার হয়ে যায়
খাওয়া হয়না শেষ,
খোকার একটা নতুন অভ্যাস
গড়ে উঠেছে বেশ।

ফোন চললে মুখ চলবে
নয়তো খাওয়া বাদ,
যতবার খাই ততবার চাই
ফোনখানি দিনরাত।

ঝড়-ঝঞ্ঝা হোক বাইরে
নাই কোন খোজ খবর,
দুপুরের খাবার খেতে খেতে
পার হয় ত্রি প্রহর।

বাহির থেকে মা ডাক দেয়
কইরে খোকা হলো,
একটুখানি বাকি আছে
এটা হলেই হলো।

কয়েক মিনিট পার যায়
এক লোকমা ভাতে,
খাওয়ার শেষে লেগে থাকে
চটচটে ভাত হাতে।

ভাত থালে নিয়ে ফোন খাচ্ছে
নাই কোন সে হুসে,
মায়ের কথা ফোন না দিলে
ছেলে যে রাগে ফুঁসে।

পুষ্টিগুনে ভরপুর খাবার
হয়ে যায় পুষ্টিহীন,
নাদুস নুদুস খোকার শরীর
খারাপ হয় দিন দিন।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট