দৈনিক কবিতা প্রকাশ
কবিতা -"ফোনভোজন"
কলমে-তৌফিক হক মন্ডল
তারিখ-০৫/০৭/২০২৫
ঘন্টাখানেক পার হয়ে যায়
খাওয়া হয়না শেষ,
খোকার একটা নতুন অভ্যাস
গড়ে উঠেছে বেশ।
ফোন চললে মুখ চলবে
নয়তো খাওয়া বাদ,
যতবার খাই ততবার চাই
ফোনখানি দিনরাত।
ঝড়-ঝঞ্ঝা হোক বাইরে
নাই কোন খোজ খবর,
দুপুরের খাবার খেতে খেতে
পার হয় ত্রি প্রহর।
বাহির থেকে মা ডাক দেয়
কইরে খোকা হলো,
একটুখানি বাকি আছে
এটা হলেই হলো।
কয়েক মিনিট পার যায়
এক লোকমা ভাতে,
খাওয়ার শেষে লেগে থাকে
চটচটে ভাত হাতে।
ভাত থালে নিয়ে ফোন খাচ্ছে
নাই কোন সে হুসে,
মায়ের কথা ফোন না দিলে
ছেলে যে রাগে ফুঁসে।
পুষ্টিগুনে ভরপুর খাবার
হয়ে যায় পুষ্টিহীন,
নাদুস নুদুস খোকার শরীর
খারাপ হয় দিন দিন।