1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম: বিষাদের ব্যথা কলমে: রেবা ডাকুয়া মিস্ত্রী তারিখ:১৩/০৭/২০২৫

  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

শিরোনাম: বিষাদের ব্যথা
কলমে: রেবা ডাকুয়া মিস্ত্রী
তারিখ:১৩/০৭/২০২৫

মোর হৃদয়ের গোপন পথে আজও
চলতে তোকে দেখি,
বিরহের বেদনা কত যে কষ্টের
তোর কাছেতেই শিখি।
যতই না চাই তোকে ভাবতে
তুই যে প্রেমের মায়া,
হৃদয়ের পথ রোধ করে রাখি
হয়ে যাস তুই ছায়া।
আমি যেথা যাই তুই যাস সেথা
অনুমতি লাগে না তোর,
এ ভাঙ্গা হৃদয় বলে শুধু মোরে
তুই কেবলই মন চোর।
এ কেমন প্রেম?যার কিনারা নাই
ব্যাকুলতাই শুধু আছে ,
আমি চলে যাই যতই আগে
তুই থাকিস মোর পাছে।
কখনো চেয়েছি চাতকের মত
তেষ্টা মেটাবার তরে,
কখনো বসিতে দিয়েছি আসন
আমার গভীর অন্তরে।
বিষাদের ব্যথায় বলেছি ভুলতে
অভিমান হয়েছে তোর,
আজ আর নিস না আমার খবর
বন্ধ রাখিস হৃদি ডোর।
আমারও যে কাঁদে তোর তরে প্রাণ
ভাবনায় ছুটে যাই ঘরে,
সে আছে আজও অভিমান করে
মোর অনুভূতি গেছে মরে।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট