শিরোনাম: বিষাদের ব্যথা
কলমে: রেবা ডাকুয়া মিস্ত্রী
তারিখ:১৩/০৭/২০২৫
মোর হৃদয়ের গোপন পথে আজও
চলতে তোকে দেখি,
বিরহের বেদনা কত যে কষ্টের
তোর কাছেতেই শিখি।
যতই না চাই তোকে ভাবতে
তুই যে প্রেমের মায়া,
হৃদয়ের পথ রোধ করে রাখি
হয়ে যাস তুই ছায়া।
আমি যেথা যাই তুই যাস সেথা
অনুমতি লাগে না তোর,
এ ভাঙ্গা হৃদয় বলে শুধু মোরে
তুই কেবলই মন চোর।
এ কেমন প্রেম?যার কিনারা নাই
ব্যাকুলতাই শুধু আছে ,
আমি চলে যাই যতই আগে
তুই থাকিস মোর পাছে।
কখনো চেয়েছি চাতকের মত
তেষ্টা মেটাবার তরে,
কখনো বসিতে দিয়েছি আসন
আমার গভীর অন্তরে।
বিষাদের ব্যথায় বলেছি ভুলতে
অভিমান হয়েছে তোর,
আজ আর নিস না আমার খবর
বন্ধ রাখিস হৃদি ডোর।
আমারও যে কাঁদে তোর তরে প্রাণ
ভাবনায় ছুটে যাই ঘরে,
সে আছে আজও অভিমান করে
মোর অনুভূতি গেছে মরে।