1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন

কবিতা:মায়ের আদর, কবি:কারিমা খাঁন দুলারী খুলনা জেলা ফুলতলা।

  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

কবিতা:মায়ের আদর,
কবি:কারিমা খাঁন দুলারী
খুলনা জেলা ফুলতলা।

ও,ও, মা –ওগো মা,,,
তোমার হয় না উপমা,,
যত করি খুনসুটি
তুমি করে দেও ক্ষমা
তোমার আঁচল তলে
লুকিয়ে থাকি গোঁ,,মা —
ও ও মা — ওগো মা,,,
তোমার কোনো হয় না উপমা —

কত যে আদর করে
আগলে রাখো পিঞ্জরে,,
ঘুমপাড়ানি গান গেয়ে
ঘুম পড়াও বুকের পড়ে —
এই ঋণ তোমার কাছে
আজো আছে সব জমা,,
ও,ও,মা –ওগো মা,,
তোমার হয় না উপমা _
যত করি খুনসুটি
তুমি করে দেও ক্ষমা,,
ও,ও,মা –ওগো মা,,,

তুমি ছাড়া সব ভিন্ন
মনে হয় জীবন শুন্য _
তোমার কোলে জন্ম নিয়ে
হয়েছি মাগো,,ধন্য _
তুমি ছাড়া এ জীবন
যেনো মাগো তামা তামা
ও,ও,মা –ওগো মা,,
তোমার কোনো হয় না উপমা,,
যত করি খুনসুটি
তুমি করে দেও ক্ষমা,,
ও, ও,মা –ওগো মা,,,

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট