কবিতা:মায়ের আদর,
কবি:কারিমা খাঁন দুলারী
খুলনা জেলা ফুলতলা।
ও,ও, মা --ওগো মা,,,
তোমার হয় না উপমা,,
যত করি খুনসুটি
তুমি করে দেও ক্ষমা
তোমার আঁচল তলে
লুকিয়ে থাকি গোঁ,,মা ---
ও ও মা -- ওগো মা,,,
তোমার কোনো হয় না উপমা --
কত যে আদর করে
আগলে রাখো পিঞ্জরে,,
ঘুমপাড়ানি গান গেয়ে
ঘুম পড়াও বুকের পড়ে --
এই ঋণ তোমার কাছে
আজো আছে সব জমা,,
ও,ও,মা --ওগো মা,,
তোমার হয় না উপমা _
যত করি খুনসুটি
তুমি করে দেও ক্ষমা,,
ও,ও,মা --ওগো মা,,,
তুমি ছাড়া সব ভিন্ন
মনে হয় জীবন শুন্য _
তোমার কোলে জন্ম নিয়ে
হয়েছি মাগো,,ধন্য _
তুমি ছাড়া এ জীবন
যেনো মাগো তামা তামা
ও,ও,মা --ওগো মা,,
তোমার কোনো হয় না উপমা,,
যত করি খুনসুটি
তুমি করে দেও ক্ষমা,,
ও, ও,মা --ওগো মা,,,