1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন

অন্তহীন স্বপ্নপথ — সাধন কর্মকার

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

অন্তহীন স্বপ্নপথ
— সাধন কর্মকার
২১/০৮/২৫

আমি প্রবেশ করেছি সেই স্বপ্নপথে,
যেখানে সমস্ত সত্য, সমস্ত রহস্য
এক বিন্দুতে মিলিত হয়।
প্রত্যেক নীরবতা আমার অন্তরকে স্পর্শ করে,
প্রত্যেক আলো আমার আত্মাকে জ্বালিয়ে তোলে।

তুমি আছো—
এক অনন্ত দীপ্তি,
যা সমস্ত ছায়াকে আলোতে পরিণত করে,
সমস্ত শূন্যতাকে পূর্ণ করে।

প্রেম কেবল অনুভূতি নয়,
সে হল সেই শক্তি,
যা আমাকে ধীরে ধীরে
নিজেকে অজানার পথে পুনর্নির্মাণ করতে শেখায়।

আমি হারাই, তুমি ফিরে আসো,
আমি নিভে যাই, তুমি জ্বলে ওঠ।
সময় ভেঙে যায়,
স্থান আর অস্তিত্ব এক বিন্দুতে মিলিত হয়,
এবং আমি বুঝি—
প্রত্যাবর্তন মানে শেষ নয়,
শুধু অনন্ত রূপান্তর।

তুমি—
আমার সমস্ত প্রশ্নের উত্তর,
আমার সমস্ত শূন্যতার পূর্ণতা,
আমার চিরন্তন অনন্ত দীপ্তি।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট