1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন

দৈনিক কবিতা শিরোনামঃ – শুধু স্মৃতি পটে ধরে রেখো কলমেঃ -আশিস পতি

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

দৈনিক কবিতা
শিরোনামঃ – শুধু স্মৃতি পটে ধরে রেখো
কলমেঃ -আশিস পতি
তারিখ -২২/০৮/২৫
জানি একদিন চলে যাব আমি
থাকবোনা এই ধরায়,
হারিয়ে যাবে আমার লেখা
আঁধারের কালো ছায়ায়।

আমার ক্ষুদ্র কলমের আঁচড়
যদি মনে পায় ঠাঁই,
স্মরণ করবেন কোনো একদিন
সহানুভূতি যেন পাই।

কতটুকু পেরেছি সমাজকে দিতে
তার হিসাব রাখিনা,
সম্মান, প্রতিপত্তি, সেরার শিরোপা
কোনো কিছু চাই না।

বিকৃত সমাজের অপসংস্কৃতি
অবিরত দেয় ব্যথা,
তাইতো সমাজ শুদ্ধ করতে
লিখে যাই মনের কথা।

শুনবে না জানি আমার কথা কেউ
সমাজ হবেনা শুদ্ধ,
মানুষ হিসাবে লেখার মাধ্যমে
করে যাব বাক যুদ্ধ।

গ‌ইবেলের মতো একটা কথা
বলে বলে বার বার,
যদি পারি সমাজ শুদ্ধ করতে
সেটাই হবে উপহার।

সত্যি এটাই কবি হব বলে
লেখা আমি লিখিনা,
যা লিখি সবি মনের কথা
সামাজিক ব্যাধির যন্ত্রনা।

সুধীজনদের কাছে ক‌রজোড়ে করি
একটাই মিনতি,
স্মৃতির আকাশে জোনাকির মতো
পাই যেন স্বিকৃতি।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট