গল্প বলি
মোঃ সাব্বির হোসেন টুটুল
স্বরবৃত্ত ছন্দে রচিত
তাং-২২/০৮/২৫
শোনো বাবা বলি তোমা
ছোট্ট একটা গল্প,
আগের দিনের মানুষ জনে
বৃক্ষ কাটতো অল্প।
বন বনানি সবুজ মাঠে
শিক্ত হতো বক্ষ
আগের দিনের মানুষ গুলি
ছিল বড় দক্ষ।
আগের দিনের পাখি গুলো
গান গাহিত সুরে,
চাপা দুঃখ চলে যেত
অনেক বহু দূরে।
প্রকৃতিরই স্বীয় রূপটি
অক্ষত যে থাকতো,
বৃক্ষ নিধন করতে গেলে
তাদের হস্ত কাঁপতো।
এখন আমরা মুর্খ জাতি
নিধন করছি যে গাছ,
মোদের কর্ম কান্ড দেখে
কাঁদে বিলের মাছ।
প্রকৃতি আজ কান্না করে
অভিশাপ দেয় মোদের,
কেঁদে কেঁদে বলে সে যে
ধ্বংস হোক যে তোদের।