রক্তে ভেজা তলোয়ার
-মোঃ মিনারুল ইসলাম
তারিখ- ২২/০৮/২০২৫ ইং
রক্তে ভেজা তলোয়ার দেখে,
সাধ জেগেছে মনে।
শহীদ ভাইয়ের বদলা নিতে,
যাবো যুদ্ধের ময়দানে।
রক্তে ভেজা বাংলার জমিন,
খুনিদের রক্ষা নাই।
খুনিদের তলোয়ারের আঘাতে,
শহীদ হয়েছে মোদের ভাই।
তোরা কে কে যাবি আয়,
চল রে যুদ্ধের ময়দানে যায়।
বাংলার জমিন রক্তে ভিজেছে,
খুনিদের কোন ক্ষমা নাই।
মায়ের বুকে ব্যথা জমেছে,
কোথায় হারিয়েছে ভাই?
রক্তে ভেজা তলোয়ার যেনো,
এখনো শুকায় নাই।
মোদের ভাই ক্ষত বিক্ষত,
তোরা এড়িয়ে যাবে কোথায়?
খুনের বদলা নেবে খোকন,
খুনিদের কোন রক্ষা নাই।
দুঃখের অনলে পুড়েছে অন্তর,
হাসি খুশি যে মনে নাই।
শহীদ ভাইয়ের বদলা নিতে,
চলো যুদ্ধের ময়দানে যায়।
#কপি সংরক্ষিত।