দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম-মায়ের চরণ
কলমে-মুরুলী ধর গোস্বামী
তারিখ-০১-০৮-২৫
তোমার কোলে জন্ম আমার
দেশের সেবা করি,
আমার প্রিয় তোমার মাটি
বক্ষে তুলে ধরি।
তোমার মাঠে সোনার ফসল
সকল সময় ফলে,
গাছের ছায়ায় বসে থাকি
সবাই দলে দলে।
জলে ভরা নদীর মাঝে
ঘুরতে ভালো লাগে
মাঝির গানের সুরে আমার
নতুন স্বপ্ন জাগে।
এমন দেশটি সবার সেরা
আমার জন্মভূমি
বাংলা মায়ের চরণ দুটি
বারে বারে চুমি।
ভায়ের মায়ের ভালোবাসা
থাকি সবাই সুখে,
আলো বাতাস দিয়ে মাগো
আহার যোগাও মুখে।