দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম — শূন্যতাই প্রাপ্তি
কলমে — গৌতম পাল
তারিখ — ০১/০৮/২০২৫
জীবনের চাওয়া-পাওয়া অন্তহীন
নেই তার পরিসমাপ্তি,
মনের সুপ্ত বাসনারা করে অশান্ত
একরাশ শূন্যতাই প্রাপ্তি!
যতো পাই আরও ততো চাই,
করে যাই খাই খাই,
বাসনার হয় না পরিসমাপ্তি
একছত্র অধিকার চাই।
অতৃপ্ত সাধ মেটে না কোনোদিন
বুনি স্বপ্নের জাল,
মিছে মায়ার পিছে ছুটে ছুটে
অবশেষে হাল-বেহাল!
জীবনে চলার পথে জটিলতা,
ঝামেলার হয় না শেষ,
সুখ-দুঃখের দড়ি টানাটানিতে
কাটে উদ্বেগে বেশ!
লাগামহীন ইচ্ছেরা বাসা বাঁধে
মনের গোপন কোণে,
আসল-নকলের প্যাঁচে বেসামাল
বুঝি না জীবনের মানে!
সুখের সামিয়ানা টাঙিয়ে দিতে
নেই কোনো খামতি,
সৌখিন চাদর বিছিয়ে রাখতেই
জীবনভর শুধু ভ্রান্তি!
একটুখানি গুছিয়ে চলতে গিয়ে
ঘটে তার বিপরীত,
নিজের সুখের জন্য দিনরাত ছুটে
ঘটে বিপত্তি, অহিত।
কিসের জন্য ছুটে ছুটে মরছি
নেই জানা, কারণ অজ্ঞতা,
জীবন সায়ান্নে হিসেবের খাতায়
দেখি শুধুই শূন্যতা!
//(চিত্রগুপ্ত)//