1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

প্রেম বাগানে মোঃ সেলিম হোসেন ০১ আগস্ট, ২০২৫ খ্রিঃ।

  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

প্রেম বাগানে
মোঃ সেলিম হোসেন
০১ আগস্ট, ২০২৫ খ্রিঃ।

ফুল বাগানে দখিনা বাও ঝিরঝিরিয়ে চলে,
ফিসফিসিয়ে কলির কানে গোপন কথা বলে।
বায়ুর ডাকে চোখ মেলিয়া তাকায় কলি ধীরে,
রঙিন আভা যায় ছড়িয়ে সারা বাগান ঘিরে।

রঙের ছটা পড়লে চোখে ছুটে সেথায় অলি,
গুনগুনিয়ে সুর তুলিয়া দেখতে থাকে কলি।
পরশ পেয়ে অলি কুলের কলি পাপড়ি খুলে,
সেই সুখেতে পাপড়ি ছুঁয়ে অলিরা সব দুলে।

রাঙা ফুলের পাপড়ি জুড়ে বসে প্রেমের মেলা,
মহা ধুমের সাথেই চলে মধু সেচন খেলা।
প্রেম বাহারে অলির সাথে ফুলে বসত করে,
দুজন মিলে সুখ সাগরে ভাসে আপন ঘরে।

জীবন নামে এই সংসারে সকল বাধা ঠেলে,
মনের সাথে মন মিলিলে জীবন চলে খেলে।
মনটা যদি ঠিক না থাকে ঘুরে নানান দিকে,
সুখের নায়ে জল উঠিয়া জীবন হবে ফিঁকে।

প্রেম বাগানে নিজ বাহারে সাজাও যদি পরে,
সবার সাথে হাসলে হাসি আলো ঝরবে ঘরে।
নিজের মনে সুখ খুঁজিতে পরকে সুখী কর,
নিজ জীবনে সুখটা তবে আপন হাতে ধর।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট