দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম★দুঃখীনি মায়ের প্রার্থনা
কলমে★মোহাম্মাদ নাঈম কাকন
তারিখ★০১/০৮/২৫ সন
(সংখ্যা★৯৪৬)
যে সন্তানের স্ত্রী’ মমতাময়ী মায়ের
বুক রাঙ্গা কলিজার ধন ছিড়ে,
দু-নয়ন স্বপ্নরাঙ্গা চুর চুরে
হায়রে সুখ,সুখের পিয়াসী মানুষ…
কত সুখ’শান্তি খোঁজে ফিরে।
আপন চাকচিক্য আলোয় পর করে,
অন্য মেকি আলোয় স্বপ্ন রাঙ্গে।
ভেবনা তুমি চিরো হবে সুখি,
তোমার নিষ্ঠুর কর্মই একদিন
হবে জন সমুদ্রে নিশ্চিত প্রমানিত…
কতটা নির্মম পাষান্ড ছিলে
দুঃখীনি মায়ের অন্তর অগ্নি জ্বেলে।
তুমিও হবে একদিন মা,শ্বাশুড়ি
কষ্টের আর্শীবাদে হবে চরম লাঞ্ছিত।
দু-হাত জায়নামাজ অশ্রু জলে,
প্রভুর প্রার্থনায় যতই থাকো মগ্নছলে।
নির্মম কাটা হয়ে বিঁধবে সেদিন বুক,
নিজেকে যতই সুখি সাজাও তুমি
যতই থাকো পরিপাটি স্বাচ্ছন্দ্যে সুখ।
মিথ্যের ভাঙ্গা গড়া আসর খেলা
যন্ত্রণায়’ চুকাবে বেলা অবেলা।
চিকচাক্য এ-ধরা’ যতই চমৎকার,
প্রভুর প্রহরী লিখছেন হিসাব
এক বিন্দু পাবেনা তুমিও ছাড়।
কাউকে দুঃখের জলে ভাসিয়ে
হতে পারেনি এ ধরায় কেউ সুখি
তোমার কর্ম,তোমার বিবেক
চরম পস্তাবে র্নিবাসনে মন দুঃখী।
যে আলোর পথ আজ নিংড়িয়ে
করলে তাকে তুমি চিরো তিরস্কার,
তোমার আঁখি আলো ধরাবে কালো
প্রভুর” আমৃত্য যন্ত্রণা,পাবে পুরস্কার।