শিরোনাম,মায়ের আদেশ।
কারিমা খাঁন দুলারী,
খুলনা জেলা ফুলতলা।
আমি মায়ের কাছে প্রথম
দিলাম হাতে খড়ি।
মায়ের আদেশে জীবনটা
আমি সুন্দর করে গড়ি।
মা বলে থাকতে হবে
পরিস্কার পরিপাটি।
এই ভুবনে মায়ের আদর
সোনার থেকে ও খাঁটি।
মা শিখিয়েছে সৎ পথে
জ্বলে সুখের আলো।
মায়ের মতো পৃথিবীতে
কেউ বাসে না ভালো।
মা বলে বেশি করে
খোকা খেতে হবে ফল।
খেলতে গেলে বিজয় হবি
গাঁয়ে থাকে যদি বল।
দুধ ডিম বিভিন্ন ফলে
থাকে অনেক ভিটামিন।
বিবেক বুদ্ধি বিকাশ হয়
পরিক্ষায় হয় না কঠিন।
তাই বেশি করে আমরা
খাবো ভিটামিন ফল।
সতেজ হবে জীবন খোকা
গাঁয়ে থাকবে খুব বল।