শিরোনাম –“আলোকেন্দু হারিয়ে যায়নি”
কলমে –জয়া গোস্বামী
২৬-০৭-২০২৫
কে’বলে অলোকেন্দু তুমি হারিয়ে গেছো!
তুমি’তো আমার ভাবনায় আজও শাশ্বত আছো।
আমি তো বেশ মশগুল আছি তোমার স্মৃতি বহন করে…
যখনি কলম তুলে নিই হাতে, অনুভূতিটা থাকে ঠিক শীতের এক চিলতে মিষ্টি রৌদ্রের মতো।
লিখতে বসি এক ভাবনা নিয়ে ;
ভুলে গিয়ে তালগোল পাকিয়ে যায় সব।
বেহুঁশ হয়ে যায় মন তোমার ভাবনায়!
মনখারাপের বারান্দা জুড়ে, যে মুহূর্তগুলো ঠিক চলে আসে স্মৃতির স্মরণী বেয়ে, সে-ই তুমি।
সোনালী হৈমন্তী মিষ্টি রোদের ছোঁয়ায় তোমার অনুভূতি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
মিষ্টি রোদে পিঠ দিয়ে লিখতে বসি মিষ্টি প্রেমপত্র।
লিখতে বসলে, চোখ হতে মাঝে মাঝে অঝোর ধারায় শ্রাবণের বৃষ্টি ঝরে।
তখন কিছু শব্দ ভুল হয়ে যায় ঠিকই, কোথাথেকে আরম্ভ করবো, কোথায় গিয়ে শেষ করবো বুঝে উঠতে পারি না।
লিখতে বসলে বুকটা হু হু করে ওঠে।
কী জানি কেন মন টানে!
লেখার মধ্যেই শুধু তোমাকে কাছে পাই।
চোখজোড়া জিজ্ঞাসা প্রিয়,
কখনো যদি এসে দাঁড়াও আমাকে চমকে দেবার ছলে,
অপেক্ষার চাহনিতে আজও দুজোড়া চোখ তাকিয়ে থাকে।
জানো, তোমার জন্য গুটি কয়েক কাব্য লিখেছি। যদি ফিরে আসো কোন দিন,
মেলে ধরবো তোমার সামনে।