দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম : খোকন সোনার কথা
কলমে : কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
তারিখ : ২৬/০৭/২০২৫ ইং
মায়ের কোলে খোকন সোনা
ঘুমায় খুশি মনে,
ঘুমিয়ে খোকা স্বপ্ন দেখে
খেলে পরীর সনে।
ভোরের বেলা শীতল বায়ে
গায়ের পথে হাঁটে,
বুড়ো দাদুর হাতটা ধরে
ফিরে বাড়ির ঘাটে।
খোকার মুখে গায়ের কথা
সাদা বকের সারি,
মায়ের সাথে গপ্প করে
ফিরে যখন বাড়ি।
গোসল সেরে নাস্তা করে
পোশাক পড়ে গায়ে,
বিদ্যালয়ে যাবে খোকন
চড়িয়া ডিঙি নায়ে।
মায়ের অতি আদুরে খোকা
সাত রাজার ধন,
মা ও বাবার করবে সেবা
খোকন করে পণ।