1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন

সোনার ময়না পাখি -মোঃ মিনারুল ইসলাম তারিখ- ২৬/০৭/২০২৫ ইং

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

সোনার ময়না পাখি

-মোঃ মিনারুল ইসলাম
তারিখ- ২৬/০৭/২০২৫ ইং

পাখনা মেলে যেও নাকো,
সোনার ময়না পাখি।
শূন্য আকাশে নীলিমা দিকে,
আমি তাকিয়ে থাকি।

কখন তুমি আসবে উড়ে,
আমার মনের পাশাপাশি।
তোমার কল্পনা জড়িয়ে ধরে,
জীবন সাগর দিব পাড়ি।

মনের গাছের ডালে বসে তুমি,
যখন কারো ডাকাডাকি।
অপলক চোখে তাকিয়ে দেখি,
কোথায় আছে ময়না পাখি।

সাত সুমুদ্র তের নদী পেরিয়ে,
এনেছি তোমার কাছে ডাকি।
তোমার শূন্যতায় ডুবে জীবন,
দিও না কখনো ফাঁকি।

জোৎস্নার মতো ছড়িয়ে পড়েছ,
তোমার পানে তাকিয়ে থাকি।
জোৎস্না বিহীন পেয়েছি আলো,
তাই ভালবেসে কাছে রাখি।

তুমি উড়ে গেলে শূন্য জীবন,
থেকো জড়িয়ে পাশাপাশি।
জীবন শূন্য খাচাও শূন্য,
কেমনে দিবে জীবন পাড়ি।

#কপি সংরক্ষিত।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট