দৈনিক কবিতা প্রকাশ
কবিতা : স্বভাব নাহি বদলায়
কলমে : মো: মঞ্জুর রহমান
তারিখ : ২৬/০৭/২০৫ খ্রি:
প্রবাদে আছে যেটা লাউ সেটাকে
অনেকেই বলে থাকেন কদু,
এ জগতে মানুষের রূপ বুঝা দায়
কতজনই না করে দেখান যাদু।
কতজনই না রাতে সাপ দেখে তাকে
মেরে সকালে দেখেন ধরি,
এ সব কর্মকান্ডের কথা শোনে কবি
বলেন আহা: এ কী যাই মরি?
কোত্তার লেজ কখনো হয় না সোজা
অনেকেই এ বাক্যটিও দেখি বলে,
কারো স্বভাবের পরিবর্তন না হলে তাকে
ভাসতে হয় দু`নয়নেরই জলে।
কয়লাকে যতই ধুই না কেন কয়লার
গায়ের ময়লা নাহি যায়,
এ সব স্বভাবের লোকদের সাথে জীবন
যাপন করাটাও বড়ই দায়।
বান্দরের কাজ একগাছ থেকে অন্য
গাছ বাওয়া ও বান্দ্রামী করা,
ঐ লোকগুলো জীবনভর বান্দ্রামী করে
হয় না তাদের জীবন গড়া।
জেনেছি রক্তকে মাটি চাপা দিলেও
মুছা যায় না রক্তের দাগ,
ওরে ও অবুঝ পাপ মার্জনা চেয়ে
তারই দরবারে দোয়া মাগ।
স্থান : মকিমপুর, ধামরাই, ঢাকা