দৈনিক কবিতা প্রকাশ
কবিতা- পুড়ে গেল ফুলগুলো
কলমে- আব্দুর রাজ্জাক মাকিন
তারিখ- ২৬/০৭/২০২৫
ফুলগুলো সব পুড়ে গেলো
অগ্নিদগ্ধ হয়ে,
পাতাগুলো স্মৃতি হয়ে
গেলো শুধু রয়ে।
ফুলের সুবাস ম্লান যে হলো
পুড়লো ফুলের কায়া,
স্মৃতির পাতায় রেখে গেলো
অনাবিল এক মায়া।
বাগানের এক অংশ পুড়ে
গেলো সবাই মারা,
ছিলো সেথায় অঙ্কুরিত
গোলাপ ফুলের চারা।
মালি গুলো শোকাহত
সেই সে ফুলের লাগি,
মালিক গুলো কাঁদছে বসে
দিবারাত্রি জাগি।
গোটা জাতি কাঁদছে আজি
সেই সে ফুলের তরে,
মহান প্রভু তাদের যেনো
জান্নাত নসিব করে।