শিরোনাম ঃ *পতাকার অপমান মানে জাতির অপমান*
*- মোঃ নাজমুল হোসাইন শাওন*
যে লাল-সবুজের পতাকা আমরা পেয়েছি ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে,
সে পতাকার প্রতি সম্মান রাখা—প্রত্যেক বাংলাদেশির নৈতিক ও জাতীয় দায়িত্ব।
কিন্তু আজ আমরা দেখছি, কেউ কেউ সেই পতাকাকে পায়ের নিচে ফেলে রাখছে,
রাস্তার মাঝখানে বিছিয়ে দিচ্ছে, যেন মানুষ হেঁটে যায় তার ওপর দিয়ে—
এটি শুধু একটি কাপড়ের অপমান নয়,
এটি আমাদের স্বাধীনতা সংগ্রাম, আমাদের শহীদদের রক্তের অপমান।
যে দেশ আমাদের জাতীয় পতাকাকে অবমাননা করে,
তাদের প্রতি সমর্থন জানানো মানে
আমাদের ইতিহাসকে, আমাদের আত্মত্যাগকে অস্বীকার করা।
আমি বিশ্বাস করি—
যারা সত্যিকারের দেশপ্রেমিক,
যারা আল্লাহকে, কুরআনকে, রাসূলকে ভালোবাসে,
যারা ফিলিস্তিন, মক্কা-মদিনা, আল-আকসা মসজিদের প্রতি ভালোবাসা রাখে—
তারা কখনো সেই শক্তির পাশে দাঁড়াতে পারে না,
যারা মুসলিমদের দমন করে, যারা ইসলামী মূল্যবোধকে আঘাত করে।