অস্তিত্ব
কলমে-মোহাম্মদ জিয়াউল হক
তারিখ-২১/০৭/২০২৫
কখন তুমি আসবে ভবে?
আসবে মায়ের পেটে কবে?
বাবার মাথার মগজেতে,
কতকাল বাস করলে তবে?
কখন ছিলে রুহ জগতে,
মাবুদ স্বীকার করলে সবে!
এসব কিছু কল্পনা নয় মোটে,
আসল বাস্তব জেনো সবে!
তোমার সফর শুরু হলো,
ইহজগতে মনের সুখে,
মায়ায় পরে সব ভুলো!
যেতে কবরেতে কী আড়াল করো?
জানো কী কত কাল পরে তুমি মরো?
কবর ছেড়ে হাশর মাঠে,
সকলে যে এক ডাকে উঠে!
হাশর এর বিচার কালে,
সবাই প্রার্থী বিচারক মাওলা হলে!
বিচার শেষে কর্মের ফল,
বিতরণ হবে পুঙ্খানুপুঙ্খ তল!
জান্নাত আর জাহান্নামে ভোগবে কর্মফল!
আমার অস্তিত্ব আমি জানি না,
মাওলা করে সব বিতরণ,
কিসের বড়াই করি তবে,
মাওলার একচ্ছত্র হুকুম মানবো পণ!