শিরোনাম বৃদ্ধাশ্রম ও গৃহা শ্রম।
কলমে রামকৃষ্ণ দাস
তারিখ 21-7-2025
পঞ্চাশের বেশি বয়স হলে কথা লাগে তিতা। পিতা মাতা বোঝা হয়ে যায় শুধুই নিমের পাতা।
ধনী ও মধ্যবিত্তের একই হাল সন্তানের চাই শুধু সুখ ।জঞ্জাল সম পিতা-মাতা সন্তানের থাকে না মুখ। কিভাবে দূর করা যায় রাত দিন তারই চিন্তা করে। ছেলে বাড়ি না থাকিলে শাসন চতুর্বুণ বাড়ে।
পুলিশ উকিল মাস্টার কিংবা ডাক্তার ।বড় পেশায় যুক্ত আরো বেশি মাইনে আছে যার।
তাদের পিতা-মাতা বৃদ্ধাশ্রমে দেয় সবার আগে। বৌমা যদি চাকরি করে বেশি দুঃখ শ্বশুর-শাশুড়ির ভাগ্যে। এইতো গেল ধোনির ব্যাপার মধ্যবিত্তের দুঃখশোন।ডুকরে কাঁদে বৃদ্ধ পিতা মাতা নাতিপুতির জন্য।
মধ্যবিত্ত না পায় বৃদ্ধাশ্রম তারাও ঘরে বসে কাঁদে। চরকার মতশাশুড়িকে খাটিয়ে মারেদিবাওরাতে ।