শিরোনাম;চোর
কলমে : পারিজাত রক্ষিত
তারিখ : ২১-৭-২০২৫
চোরের ঘরে শিদ কেটেছো
নেই তো তোমার ভয়,
ডাইনে, বামে, উপর, নীচে
চোরেদের হয় জয়।
সিধেল চোর পড়লে ধরা
ঘৃণাভরে দাও গালি,
ওদের তবু বিবেক আছে
দেয় না কুলেতে কালি।
প্রভাবশালী চোরেদের-তো
উপর তলায় হাত,
গোটা দেশটা করছে চুরি
দিনকে বানায় রাত।
প্রতিনিয়ত হয় যে চুরি
মানুষের অধিকার,
তবুও কারো ভ্রূক্ষেপ নেই
নেই কোন প্রতিকার।
মনে ভাবি চুরির পেশায়
নেমেই না হয় পরি,
অল্প দিনেই সুনাম হবে
হবে জমি,গাড়ি,বাড়ি।