শিরোনাম: পথের গান
কবি: নুপুর রায়
পথ যদি শেষ হতো সোজা সরল ধারা,
তবে কি মানুষ শিখতো বাঁচার নতুন ভাষা?
ঘুরে ফিরে পথগুলো দেয় জীবন শিক্ষা,
হেরে গিয়ে বুঝি আমরা—কোথায় ছিল দীক্ষা।
একদিন হাসি, পরদিন বৃষ্টি,
এভাবেই কাটে দিনের সমস্ত দৃষ্টি।
তবু আশার ডানায় উড়ি বারবার,
হৃদয়ের মাঠে বুনে যাই ভালোবাসার চারার।
থেমে গেলে জীবন থেমে যায় না,
চলার মাঝেই স্বপ্ন খোঁজে নিজস্ব জানা।
পথ যত বাঁকা হোক, ধুলো ধূসরতায়,
তবুও মানুষ এগোয় হৃদয়ের শক্তি দিয়ে হাটায়।