শিরোনাম: প্রস্তর যুগ
কলমে: একরামুল হক দীপু
১৫.০৭.২৫
হায়! আবার বুঝি প্রস্তর যুগ ফিরে এলো ধরায়
ঈশান কোণে কালো মেঘ চোখ রাঙিয়ে বেড়ায়,
পাথরে কি ঠুকবো মাথা!
পাথরই আজ মাথা ব্যথা।
উড়ছি আকাশে মাছরাঙা হয়ে শান্ত জলের সন্ন্যাসী,
জলে স্থলে আগুন ফুলকি সাধু জন আজ নেয় ফাঁসি,
রক্তে জমাট অভিমানে সভ্যতা আজ চুপ
কোরান গীতা বেদ বাইবেল অপমানে ধূপ।
কাকের মতো ভেজা শরীর- ডানা ঝাপটায় বারবার
জলের ভেতর জল তৃষ্ণায় মরুময় গোটা বুক তার,
জল খাবে স্থল খাবে ; খাবে উষ্ণ রবি
জমি জিরাত তেজারতি খেয়ে হলো ছবি।
চর্যাপদের সুশীল সেনা আর্যরা সব কই?
লাল সবুজের ছোট্ট ঘরে ভয়ে চুপসে রই,
আঁধার ফুঁড়ে দিচ্ছে হানা হায়েনা আর শূকর ছানা
নামেই মানুষ- হিংস্র শকুন মেলেছে আজ ডানা।
বাংলা মা আজ রক্তে ভেজা , স্তব্ধ আকাশ বাতাস
আনবে কে এক সোনালী ভোর সবাই যখন হতাশ ।