প্রেম! বলি তারে!
কলমে-মোহাম্মদ জিয়াউল হক
তারিখ-১৪/০৭/২০২৫
খুব সকালে মহান প্রভুর হুকুম,
করি পালন একসাথে দুজন,
ওযু নামাজ আর মোনাজাত,
একসাথে তুললে হাত খুশি মন!
চলি হাঁটতে আর ব্যায়াম কসরত,
কী যে প্রেম দুজনের কী যে,
আল্লাহর কূদরত!
শত ঘর্মাক্ত দেহেও বাড়ে মহব্বত!
সবই আল্লাহর রহমত!
বাসায় এসে দৌড়ে অফিস প্রস্তুতি,
নাস্তা তৈরিতে অন্যের ছোটাছুটি!
পাশে বসে খাইতে দিয়ে,
কী যে পায় সুখ!
পরান জুড়িয়ে যায়,
দেখে খুশি মুখ!
সারাটা দিন ভালো কাটে,
কাজের ফাঁকে সে থাকে হৃদপটে!
লাঞ্চ ব্রেকে নামাজ আর তার খবর,
ফোনে নিলে দিলখুশ বরাবর!
ভালোবাসা প্রেম আমি বলি তারে,
জানি না এর চেয়ে বেশি কারা পারে?