শিরোনামঃ পরকীয়া
কলমে ঃ রনী খাতুন
তারিখ ঃ ১৪/০৭/২০২৫
প্রতারক ফাঁদ পেতে
প্রতারণা করে,
প্রীতি ডালা ভরে তারা
পরকীয়া গড়ে।
রেখা তুমি একা নও
বহু নথি আছে,
ভালোবাসা দেবে বলে
ডেকে নেয় কাছে।
ভোগ শেষে এভাবেই
ঠেলে দেয় দূরে,
শুধু সেই অভাগীই
কাঁদে মাথা খুঁড়ে।
সংসার সন্তানও
ঘৃণা ভরা চোখে,
চুপচাপ কেটে পড়ে
বিনা ব্যথা শোকে।
তবু বলি শোনো বোন
যাও সবই ভুলে,
ডাকো শুধু প্রভুকেই
দুই হাত তুলে।
সিজদাতে পড়ে যদি
কেউ তাঁকে ডাকে,
নিশ্চয়ই তিনি তারে
করুনাতে আঁকে।
নিজ পায়ে ভর করে
পথ চলো একা,
মাঝে কোনো সময়ে
করো গিয়ে দেখা।
এক গাল থুথু ঢেলে
দিয়ে এসো মুখে,
শুধু বলে দিয়ে যেও
থাকে যেনো সুখে।
ফিরে গিয়ে বিশ্বকে
বলো সব কথা,
আর কারও ভুল যেন
হয় না’কো যথা।