1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

কোথায় গেলে পাবো বাবাকে, কারিমা খাঁন দুলারী খুলনা জেলা ফুলতলা।

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

কোথায় গেলে পাবো বাবাকে,
কারিমা খাঁন দুলারী
খুলনা জেলা ফুলতলা।

এঁরা কি মানুষ না নরপশু,পাথর মেরে হত্যা করে।
বউ ,বাচ্চা ছোট্ট তাঁরা,কি করে সইবে অন্তরে।
বন্ধু হলো চির শত্রু,করল পাথর মেরে খুন।
আকুল হয়ে কানছে বউ বাচ্চা মা বুন।
এই দেশে তো আগেরি মত, নেই কোনো বিচার।
মানুষ হয়ে মানুষের পড়ে,সাহস পেয়ে করছে অবিচার।

বাংলাদেশের আনাচে কানাচে ভরা শুধু সন্ত্রাস।
অন্যায় অপরাধ অবিরাম করে, ফেলছে কতো লাশ।
আয় করার কেউ রইল না,কি করে চলবে সংসার।
কি করে বাচ্চাদের মুখে,মা দিবে বলো আহার।
দিবালোকে হত্যা করে,কেউ নেই আসবে এগিয়ে।
বিচারপতির বিচার নেই, নির্ভয়ে যায় পালিয়ে।

জাগো দেশের জনগণ,তুলে নেও হাতে লাঠি।
শেষ করো শত্রুদল, কাঁদছে বাংলার মাটি।
নির্যাতন অত্যাচার দেশে, চলবে কতো আর।
অসহায় দেখলে আপনজন ও হয়ে যায় পর।
রুখে যাও দেশের জনগণ,করো হত্যার বিচার।
দেশ অধীনে রাখতে হলে, হতে হবে সোচ্চার।

বেঁচে থেকে সজনরা দেখবে ঐ পাথর।
মা বাবা সন্তানদের ফেটে যাবে দেখে অন্তর।
এই ছোট্ট জীবন থেমে গেল, জীবনের কুলে।
কে দিবে খাওয়া পড়া,কি করে যাবে ইস্কুলে।
বুকের যন্ত্রণায় হাহাকার, কোথায় পাবে বাবা।
ঐ নরপশুদের আক্রমণ,কলিজয় দিয়েছে থাবা।
কোথায় গেলে পাবো,আমার বাবাকে।
এই ছোট্ট বাচ্চা আমি, মরবো ধুঁকে ধুঁকে।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট