কবিতার নামঃ দেশ বাঁচাও জীবন বাঁচাও
কলমে -কামাল উদ্দীন
তারিখ – ১২/০৭/২০২৫
হক কথা বললে দোষ,
উপাধি পাবো দেশদ্রোহী ভাই।
স্বাধীন বাংলায় স্বাধীন ভাবে,
বাঁচার জায়গা নাই?
পাথর তুলে থেতলে মারে!
কত প্রকাশে নৃশংসতা,
ক্ষমতা চাই, চেয়ার চাই,
ভুলে মানবতা?
স্বাধীন বাংলা এ কোন দৃশ্য?
বর্বরতার যুগ।
এভাবে চলবে কত? ঝরবে কত?
খালি হবে কত মায়ের বুক?
অঝোরে ঝরছে হৃদয় -অশ্রু জলে,
মর্মান্তিক হৃদয় বিদায়ক ঘটনা।
দূর থেকে দেখছে সবে,
কেউ ছবি তোলায় ব্যস্ত।
জীবনের ভয়ে –
কেউ লাফিয়ে পড়ে না?
হায়নার দল, নানান ছল,
শুধু দেখে সার্থকতা।
স্বাধীন বাংলায় নইরে স্বাধীন,
কোথায় স্বাধীনতা?
আপামর ভাগ্যে ও এমন হতে পারে!
তখন কি হবে দশা।
দেশ বাঁচাও জীবন বাঁচাও
সবে মুষ্টি বেঁধে হই একতা।
স্বৈরাচার আর দেশদ্রোহী,
পাইনা যেন ঠাঁই
স্বাধীন বাংলায় স্বাধীনভাবে,
আমরা বাঁচতে চাই।