মায়ের হয়না উপমা,
কারিমা খাঁন দুলারী
খুলনা জেলা ফুলতলা।
আজ কাল বড় কঠিন দিন,বাবা মাকে করে অপমান।
স্বার্থপরের মত মিথ্যে অভিযোগ করে এখন সন্তান।
এই পৃথিবীটা বিশাল বড়,বাবা মা যায়না ভাতের জন্য।
ওরা সুখে শান্তিতে থাক, তবুও করে না গণ্য।
মায়ের কথা বউকে বলে,মাকে করে অসম্মান।
আল্লাহ রাব্বুল আলামিন, এদের হেদায়েত করুন দান।
অপবাদ খুঁজে বেড়ায়, যেনো না যায় তাঁর বাড়ি।
মিথ্যে অভিযোগ দিয়ে,বাবা মা কে দেয় ঝাড়ি।
হাজার ও কষ্টের ভিতরে,মা সন্তান দেয় বিয়ে।
এখন আর মাকে চেনে না,সুখ করে বউ নিয়ে।
তবে মা দোয়া করে থাক সন্তান সুখে।
দুঃখে যাঁর জীবন গড়া, কাঁদে মা অতি সুখে।
অসহায় হলে এই পৃথিবীতে,দেয় না কেউ ভাত।
কষ্টে দুঃখে আর্তনাদ করে, কাঁটে দিন রাত।
মায়ের বুকের আগুনের ধোঁয়া,যায় ঐ আরশে।
এই পৃথিবীতে বেঁচে থাকে, আল্লাহর পরশে।
কতো আশা আকাঙ্ক্ষা থাকে, সন্তানদের ঘিরে।
সেই সন্তান জায়গা দেয় না, অশান্তি হবে নীড়ে।
সুখ দুঃখ এই পৃথিবীতে, শুধু মানুষের জন্য।
অসহায় হলে বাবা মা কে কেউ করে না মান্য।
বাচ্চাদের দেখার জন্য,সাজে মা কুকুর।
খাওয়া পড়া চায়না তাঁদের কাছে, তবুও দেয় মুগুর।
রাস্তার পাশে থালা নিয়ে,বসে আছে কতো মা।
আল্লাহ বলে এই মায়ের নাকি হয়না উপমা।