দৈনিক কবিতা প্রকাশ
বিভাগ – কবিতা
শিরোনাম : মোদের প্রথম শিক্ষা গুরু
কলমে : মায়া রানী মজুমদার
তারিখ : ১১/০৭/২০২৫
এই জগৎ সংসারে মা এক অমূল্য রতন,
মাতৃ ক্রোড়েই জন্ম সবার মা’ই করে যতন।
মাতৃবক্ষের সঞ্চিত দুগ্ধ, প্রতিটি শিশুর পানীয়,
এক ফোঁটা দুধের ঋণ পরিশোধও অভাবনীয়।
সংসারের শত দুঃখ কষ্টেও সদা হাস্যময়ী মা,
সন্তানের গায়ে আঁচড় লাগাতে নারাজ স্নেহময়ী মা।
মা মোদের গৃহ শিক্ষক, প্রথম শিক্ষা গুরু,
মায়ের কাছ থেকেই এই জীবনের শিক্ষার শুরু।
চায় না মা কোন প্রতিদান কোন সন্তানের কাছে,
মায়ের ভয় শুধু সন্তানের অমঙ্গল না হয় পাছে।
মায়ের অবদান যে কভুও ভুলার মতো নয়,
সবাইকেই সাথে নিয়েই সন্তানের জীবনের জয়।
মা বাবার আশির্বাদ সদা সর্বদাই মস্তকে রয়,
শুভাশির্বাদেই কেটে যায় সব রকমের ভয়।
শ্রদ্ধার অঞ্জলিতে মায়ের পূজিবো যুগল চরণ,
রাখবো মোরা চোখে চোখে আজীবন আমরণ।