দৈনিক কবিতা প্রকাশ
শিরোনামঃবিশ্ব বিবেক উঠুক জেগে।
কে এম হারুনুর রশিদ।
তারিখঃ১১/০৭/২৫।
দুঃখ কস্টে মনটা ভারাক্রান্ত,
দেখে মানুষের দুর্দশা।
জাগাতে পারছিনা মনের মাঝে,
কোন আশা ভরসা।
হিন্দুত্ববাদী মুদীর সরকার চালাচ্ছে,
মুসলিম নির্যাতন।
যুক্তরাস্ট্র ও যায়নবাদী ইসরাইল,
চালাচ্ছে মুসলিম নিধন।
গোটা বিশ্বের মানব সমাজ দেখছে,
চোক্ষু দুইটা বুজে।
মানবতার এত বড় বিপর্যয় ঘটছে,
তবুও দোষ পাচ্ছেনা খুজে।
আবার নির্যাতিতদের কে যারা,
সাহায্য করতে যাচ্ছে।
তাদেরকে ও অপরাধী বানিয়ে,
বোমা মেরে মারা হচ্ছে।
এমন জুলুম নির্যাতন চোখে দেখে,
কেমনে মাসব বিবেক সুস্থ রয়।
তাইতো মানব মনে সর্বক্ষনে।
নেমে আসছে বিপর্যয়।
এখোনো যদি বিশ্ব বিবেক,
জেগে নাহি উঠে।
মানবতা ও ন্যায় বিচার,
পড়বে ধুলায় লুটে।
শয়তানের রাজত্ব কায়েম হবে,
গোটা বিশ্ব জুড়ে।
মানবতা ন্যায় বিচার পাওয়া যাবেনা,
গোটা পৃথিবী খুঁড়ে।