কবিতা:জাগো নারী
কলমে:সুমাইয়া ইসলাম স্নেহা
জাগো নারী, জাগো, প্রতিবাদের হাত তুলো,
আর কতকাল শিকার হবে নরপশুদের হাতে?
আর কতকাল হারাবে সম্মান,
সমাজের নরপিশাচরা ছিঁড়ে ফেলবে তোমার আত্মাকে?
বলো নারী, তোমার অপরাধ কী ছিল?
কেন তোমাকে হতে হয় শিকার,
এই সমাজের দুষ্ট মানুষের লালসার খেলায় বারবার?
আর কতবার বিসর্জন দিতে হবে তোমাকে?
আর কতকাল তুমি, আমি, আমরা চুপ করে রইব ঘরে?
নারী, তুমি মা—নতুন প্রজন্মের জন্মদাত্রী,
তুমি তো বোন—ভালোবাসায় আগলে রাখো সবার স্বপ্ন।
তুমি অর্ধাঙ্গিনী—জীবনের সহযাত্রী,
তবে কেন তোমাকে নষ্ট করছে সমাজের কিছু নরপিশাচ?
আর কতবার ফুটবলের মতো, একজনের হাত থেকে অন্যজনের হাতে
খেলনার পুতুল হয়ে থাকবে তুমি?
আর কতকাল ধর্ষণের শিকার হয়ে প্রাণ হারাবে?
তুমিই পারো তোমাকে রক্ষা করতে,
যেভাবে মানুষরূপী পশুদের জন্ম দিয়েছ,
সেভাবেই পারো তাদের অমানুষিক হাত ভেঙে দিতে।
তুমিই পারো নিজেকে বাঁচাতে,
তোমার মা-বোনদের বাঁচাতে, সম্মান রক্ষা করতে।
এই সমাজ কখনো তোমাকে সঠিক বিচার দেবে না,
ফিরিয়ে দেবে না তোমার হারানো সম্মান।
তোমার ওপর ঘটে যাওয়া অন্যায়ের সঠিক বিচার হবে না,
তাই তুমি যেমন জন্ম দিতে পারো, তেমনি পারো শাস্তি দিতে।
প্রয়োজনে অস্ত্র ধরো, প্রতিবাদ করো,
নিজের ন্যায়বোধের আদালতে দাও শাস্তি সেই নরপিশাচদের।
জাগো নারী, জাগো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও।
জাগো নারী, জাগাও সাহস, জাগাও নতুন ভোর।
তোমার প্রতিবাদই একদিন হবে অন্যায়ের মৃত্যু ঘোষণার সুর।
তোমার কণ্ঠেই গড়ে উঠুক শোষণমুক্ত আগামীর রোদ্দুর।
কবি ও শিক্ষার্থী
নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ
শ্রেণি:দ্বাদশ
বিভাগ:বিজ্ঞান