কবিতার নাম-বৃক্ষ রোপন
কবির নাম-আশীষ খীসা
তারিখ-১০।০৭।২০২৫ খ্রিঃ
আসবাবপত্র ও ঘরবাড়ি তৈরিতে করা হয়
প্রতিনিয়ত কত যে অজস্র বৃক্ষ নিধন,
তাই এই বর্ষার মৌসুমে খালি জায়গায়
সবাই করো নানান প্রজাতির বৃক্ষ রোপন।
ফলজ,বনজ ও ঔষধি গাছ রোপন করে
সবুজে সবুজে ভরিয়ে তুলো প্রকৃতি,
এই গাছ তোমাদের লাগবে কত কাজে
ভাল কাজে একদিন তোমরা পাবে স্বীকৃতি।
গাছ আমাদের পরম বন্ধু,নয় কখনও শত্রু
গাছ থেকে আমরা পাই ছায়া ও অক্সিজেন,
অক্সিজেন আমাদের বাঁচতে সাহায্য করে
দিন দিন বায়ুমন্ডলে বেড়ে যাচ্ছে নাইট্রোজেন।
পাশাপাশি বেড়ে যাচ্ছে কার্বন-ডাই-অক্সাইড
ও মিথেন যা জীবনের জন্য হুমকি স্বরূপ,
তাই এই বর্ষার মৌসুমে খালি জায়গায় বৃক্ষ রোপন
করে সাজিয়ে তুলবো পরিবেশকে অপরূপ।
গাছ থেকে পাই আমরা ফুল,ফল,পাতা,ডাল,শিকড়,
ও কাঠ যা খাবার ও ঔষধ হিসেবে ব্যবহৃত হয়,
কাঠ আসবাবপত্র ও ঘরবাড়ি তৈরিতে এবং
জালানি হিসেবে ব্যবহৃত হয় এটি তো মিথ্যা নয়।
পরিবেশকে বাঁচাতে লাগাবো গাছ ঘরবাড়ি,শিক্ষা,
ধর্মীয় প্রতিষ্ঠান,অফিস,আদালত প্রভৃতি আঙিনায়,
লাগাবো আরও রাস্তার ধারে,নদীর ধারে,পাহাড়-পর্বতে
যেন বিশুদ্ধ ও সুন্দর পরিবেশ জগতে শোভা পায়।