কবিতা:-কালবৈশাখী
কলমে :- মহামায়া রুদ্র
তারিখ :- ০৯-৭-২০২৫
মানব জীবন বড়ই রহস্যময়
এই আছি এই নেই,
জানিনা কখন যে কি হয়
এ কথা বোঝা হয়েছে এখন দায়
সহসা দুপুরে কালো মেঘ এলো উড়ে
সুর মূর্ছনায় পাখিরা বাসায় ফেরে
অন্ধকার যেন রাতের মত কালো
ঝড় ওঠে ডাল ভেঙে আম পড়ে
মেঘ গর্জন ও বজ্রের শব্দতে
বক্ষ যেন উঠছে কেঁপে কেঁপে
জনশূন্য পথ ঘাট যায় যে দেখা
মুহুমুহু বিদ্যুতের ঝলকানিতে।
ক্ষীন কন্ঠে কান্নার শব্দ আসে ভেসে
ঝড়ের মাঝে বেরিয়ে পড়ি একা
নির্বাক চোখে চেয়ে রই গৃহ মাঝে
বজ্রাঘাত লালুর বাবাকে নিয়েছে কেড়ে
টালির ঘরের বারান্দার এক কোণে
শারমেয়রা কাঁদছে মিলিয়ে গলা
অশ্রুসিক্ত চোখে যন্ত্রণা বুকে আঁকি
যে ছিল সকালে সেই নেই এই বেলা।
কালবৈশাখীর শেষ হলো ছেলে খেলা
আধার কেটে ফুটলো সাঁঝের আলো
আবারো প্রমাণ হলো যে একটিবার
সত্যই জীবন বড়ই রহস্যময়।