🌹 আজকের কবিতা 🌹
শিরোনাম- স্মৃতির পাতা।
✍️ কলমে- এ.কে.মাসুম।
তারিখ- ০৭.০৭.২০২৫ ইং।
🌹 স্মৃতির পাতা 🌹
স্মৃতি মানে দীপ্ত স্বার্ণালী দিন, স্মৃতি মানে হৃদয় দোলানো মধুবীণ,
স্মৃতি মানে মাতৃপ্রেম সীমাহীন, স্মৃতি মানে নিত্য প্রেয়সী অর্বাচীন।
স্মৃতি মানে বাবার হাত ধরে হাঁটা, স্মৃতি মানে নানীর পানের বাটা,
স্মৃতি মানে দাদীর হাতের পিঠা, স্মৃতি মানে নানার সেই চশমাটা।
স্মৃতি মানে প্রাণচঞ্চল দুরন্তপনা, স্মৃতি মানে কল্পপুরীর গল্প শোনা,
স্মৃতি মানে সুখের চিন্তাভাবনা, স্মৃতি মানে মধুবসন্তে মন আনমনা।
স্মৃতি মানে ভাই-বোনে কাড়াকাড়ি, স্মৃতি মানে আদরের ফুলঝুড়ি,
স্মৃতি মানে প্রীতিপূর্ণ মামার বাড়ি, স্মৃতি মানে প্রিয়জনের আড়ি,
স্মৃতি মানে ফেলে আসা পাঠশালা, স্মৃতি মানে ঐ কানামাছি খেলা,
স্মৃতি মানে সুখ পাখির ফিরে চলা, স্মৃতি মানে সব হারিয়ে একলা।
স্মৃতি মানে বাবা শূন্য নীরব ঘর, স্মৃতি মানে বাবার সেই কণ্ঠস্বর,
স্মৃতি মানে মাতৃ বিয়োগের খবর, স্মৃতি মানে মায়ের মাটির ঘর।
স্মৃতি মানে স্বার্থের টানে চলে যাওয়া, স্মৃতি মানে মন জ্বলা ধোঁয়া,
স্মৃতি মানে সুকৌশলে কষ্ট দেয়া, স্মৃতি মানে পেয়েও না পাওয়া।
স্মৃতি মানে প্রতীক্ষা সারাক্ষণ, স্মৃতি মানে প্রিয়জনের বজ্র বিকর্ষণ,
স্মৃতি মানে স্নিগ্ধঅতীত ভাবুক মন, স্মৃতি মানে হৃদয়ের রক্তক্ষরণ।
স্মৃতি মানে বিশ্বাস ঘাতকতা, স্মৃতি মানে কথা দিয়ে না রাখা কথা,
স্মৃতি মানে কেবলই শূন্যতা, স্মৃতি মানে সুখ-দুঃখের নকশীকাঁথা।
স্মৃতি মানে কখনও হাসি, কখনও কান্না; স্মৃতি মানে নীরব বেদনা,
স্মৃতি মানে যা ভোলা যায় না, স্মৃতি মানে স্বপ্নছবি ছোঁয়া যায় না।
স্মৃতি মানে নীরবে আসা-যাওয়া, স্মৃতি মানে চাওয়া-পাওয়ার কথা,
স্মৃতি মানে জীবনের নীরবকথা, আর জীবন মানেই স্মৃতিরপাতা।
🌹 সমাপ্ত 🌹