দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম – আমি
কলমে – নূপুর আঢ্য
০৭/০৭/২০২৫
ক্লান্তিকে আমি পরাভূত করে
লক্ষ্যে এগিয়ে যাবো,
সময়ের সাথে পায়ে পা মিলিয়ে
সফলতা ঠিক পাবো।
দুঃখ কষ্ট নিয়েই জীবন
ছন্দ সুরেতে ভরা,
হাসি কান্নার মিলন মেলায়
আসতে দিই না জরা।
হয়তো কিন্তু করি না কদাপি
সময়ের দিই মান,
বিশ্বাস আছে নিজের উপর
গাই জীবনের গান।
হিসাবের খাতা বন্ধ রাখি না
অংক মিলিয়ে রাখি,
ফসল তুলবো কর্মক্ষেত্রে
যেটুকু রয়েছে বাকি।
আমি উদ্যমী আমি নির্ভীক
উন্নত মম শির,
আমি উৎসাহী আমি তেজস্বী
আমি বলীয়ান বীর।