আষাঢ় মাসে
আকিকুর রহমান তালুকদার
০৭/০৭/২০২৫ ইংরেজি
আষাঢ় মাসে ময়ূর নাচে
দেয়া যখন ডাকে,
নদীর স্রোতে কেয়া বন্ধ
যাত্রী এসে হাঁকে।
খেয়া নৌকা বন্ধ করে
মাঝি ঝিমায় ঘাটে,
রিনিঝিনি বৃষ্টি সুরে
মন বসে না পাঠে।
কালো মেঘের আনাগোনা
নেমে আসে বৃষ্টি,
বৃষ্টি ভেজা স্বপ্ন ঘুমে
অপরূপা দৃষ্টি।
আষাঢ় মাসে কদম ডালে
বৃষ্টি ভেজা ফুলে,
জুঁই চামেলি বেলী কদম
খুকি হাতে তুলে
ময়ূর ডাকে একা কেকা
পেখম মেলে নাচে
গাছের ডালে ঘুঘু পাখি
ভিজে একা গাছে।