দৈনিক কবিতা প্রকাশ
শিরোনামঃ বার্ধক্য
লেখক : আমান উদ্দিন
তারিখ : ৭ ই জুলাই ২০২৫,
জীবনে রূপের চমক থাকে না
কারো বেশীদিন,
রূপ লাবণ্য নিয়ে গৌরব করা
সম্পূর্ণ মূল্যহীন।
বার্ধক্য এসে করে দেয় তাহা
বিমর্ষ মলিন,
যৌবনের মনোলোভা চেহারা
হয়ে যায় বিলীন।
সুমিষ্ট কণ্ঠস্বরে আটকে যায়
উচ্চারণের কথা,
আপাদমস্তক শরীর দুর্বল হয়ে
অনুভূত হয় ব্যথা।
কথাবার্তা বলতে অসহ্য লাগে
খেতে মিলে না স্বাদ,
মাথা ঠিক মত কাজ করে না
শরীরে আসে অবসাদ।
অনিন্দ্য সুন্দর পৃথিবীকে লাগে
কয়েদির জেলখানা,
যতই থাকুক নিজের অট্টালিকা
সুরম্য বালাখানা।
এভাবেই চলতে থাকে মানুষের
ধারাবাহিক জীবন,
না করে রূপের বড়াই স্মরণে
রেখো চিরায়ত মরণ।