দৈনিক কবিতা প্রকাশ
কবিতার নামঃ বৃষ্টি ভিজে
কবির নামঃ বি এম মিজানুর রহমান
তারিখঃ ০৭/০৭/২০২৫
বৃষ্টি ভিজে কাটছে আমার
একা সন্ধ্যে বেলা,
সুখ হারিয়ে বিধি তোমার
এ যে কেমন খেলা।
মেলা জমতো থাকলে পাশে
প্রিয় মানুষ আমার,
সৃষ্টি সুখে হতাম মোরা
সৃষ্টিশীল এক কামার।
আমার এমন সময় ছিলো
ছিলো রহম বৃষ্টি,
ভিজে ভিজে মনে হতো
সুখের এই না সৃষ্টি!
বৃষ্টি ভিজে নোনা ধারায়
শুধু লাগে কষ্ট,
প্রিয় মানুষ হারায় ভবে
জীবন হলো নষ্ট।
কষ্ট আমার বাড়ে দ্বিগুন
বৃষ্টিমুখর দিনে,
সময়গুলো কাটে একা
প্রাণের বন্ধু বিনে।