কবিতা:আলো আঁধার
কবি:মাফরুহা মৌসুমী
১০/০৫/২৬
আলো আঁধারের রাত
স্বপ্নেই কেটে যাক।
ভোরের হাওয়ায় স্বাদ
অন্তর খুঁজে পাক।
সূর্যের আলোর বেগে
মনটা উঠুক জেগে।
ঝড়ঝঞ্জা, বৃষ্টি এলে
হতাশা নাখাক গিলে।
প্রখর রোদেও তাই
ক্লান্ত নাহয়ে যাই।
ভাবি দিনের শেষে
যাব আলোআঁধারে মিশে।
কিসের এত রব?
আল্লাহ ই আমার সব।
পেরেশানি হবেনা আর
দিল করি পরিস্কার।
কাজেকর্মে আমি তাই
জিকির করি সর্বদাই।
মোদের করো মেহেরবান
হে খোদা,রহিম, রহমান।