দৈনিক কবিতা প্রকাশ
“”” জীবন ও সাধন”””
কলমে-মোঃ ইউনুছ আলী
তারিখ-০৬/০৭/২০২৫
জীবন যতটা সহজ মনে হয়
আসলে অতটা সহজ নয়,
কল্পনা আর বাস্তব যেন
কি করে সে এক হয় ?
আছে অনন্ত ঘাত প্রতিঘাত
আর থেকে যায় ভয়,
জীবন আসলে যতোই ভাবনা
অতটা সহজ নয়!
দিবসে আকাশে উদয়ের প্রাতে
জাগে ও রবির আলো,
নয়ন যা কিছু করে দর্শন
সব কিছু লাগে ভালো।
এই ভালো তার শেষ টুকু নয়
পেছনে রয়েছে ক্ষতি,
অনুশাসনের ক্ষোভে পূর্নতা
থেমে যায় তার গতি!
কল্পনা থাকে সাথে পাশে তবু
বাস্তব বড় কড়া,
ন্যায় অন্যায়ে বড় ব্যাবধান
তাই খেয়ে যায় ধরা!
আবেগের বশে যা কিছু করনা
হয় তার সবই ভুল,
তাইতো সবাই দেউলিয়া হয়ে
হারায়ে ফেলে সে কুল!
আপনার মন আপনার ধ্যানে
ভাবিয়া করিও কাজ,
বাদশাহ তুমি অনুগত হলে
তুমি হবে মহারাজ!
সঃসঃরকা-জুলাই-০৬/১৮/সং-২৫