1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন

দৈনিক কবিতা প্রকাশ  শিরোনাম -নির্ঘুম রাত কলমে -সুদীপ্তা বিশ্বাস ০৬/০৭/২০২৫

  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম -নির্ঘুম রাত
কলমে -সুদীপ্তা বিশ্বাস
০৬/০৭/২০২৫
একি অসহনীয় হৃদয়ে বাজে অজস্র যন্ত্রণা,
খুঁজে পাইনা পরিত্রানের কোনো মন্ত্রণা!
নির্ঘুম কেটে যায় মোর সারাটি রাত,
একা একা ঘুরি ফিরি মুখে নাই বাত।

বিছানা ছেড়ে আনমনে করছি বারান্দায় পায়চারী,
মধ্যে গগনে ত্রয়োদশীর চাঁদ উজ্জ্বল দেখাচ্ছে ভারি।
যেন একটা রুপার থালা ভেসে আছে আকাশে,
হালকা হালকা মেঘ তারই গায়ে ভাসে।

অপূর্ব মোহনীয় রাত্রি ধরা দিলো মোর সামনে,
দুই চারটি তারা জ্বলছে নিভছে গুনছি মনে মনে।
বহিছে দখিন সমীরণ স্নিগ্ধ জ্যোৎস্নায় মৃদুমন্দ,
ভেসে আসে নাকে রাতে ফোঁটা ফুলের গন্ধ!

প্রহরে প্রহরে ডাকছে রাত জাগা পাখি,
তাদের চোখে ঘুম নেই জেগে আছে আঁখি!
দূরের মসজিদ হতে ভেসে আসে আযানের সুর,
জানান দিচ্ছে ভোর নয় আর বহুদূর।

সপ্তর্ষি আর যায়না দেখা শুক তারাটা জাগে,
ত্রয়োদশীর চাঁদ নিয়েছে বিদায় গিয়েছে ভেগে।
দক্ষিণের বারান্দায় মোর বড্ড অসহায় লাগে,
অসীম রাত্রি পাড়ি দিতে মন মোর ঈশ্বরের করুণা মাগে।

একটু একটু করে আঁধার কেটে আলোর রেখা পূর্বাশার দ্বারে,
তরুণ অরুণ উদয় হয় ভোরের আকাশ চিরে।
নিদ হারা চোখে আমি জাগি রাত প্রকৃতির সাথে,
আঁধারের রূপ করতে দর্শন ঘুম নেই মোর চোখে!

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট