দৈনিক কবিতা প্রকাশ
কবিতা- ধন্য সাহিত্যিক ।
কলমে – প্রভাত চৌধুরী ।
তারিখ -০৫/০৭/২০২৫
সমাজের বুকে তোমরা– জ্বালাও দীপ্ত অগ্নিশিখা ।
চাবুকের মতো হানুক আঘাত
তোমার রক্তলিখা ।
কবিতার ভাষা হউক তোমার
ভূঁয়ো সমাজের ক্ষত ।
বিদ্রোহ করি ঝলসে উঠুক-
অগ্নি শিখার মত!
কবিতা তোমার ভিজিয়া থাকুক-
কর্মী জাতের ঘামে!
কাব্য তোমার পড়ুক সকলে
লাল রক্তের দামে!
ঝলসে উঠুক– কবিতার বুকে
কুড়ুল, কোদাল, কাস্তে, হাতুড়ি-
গাইতি ও কর্নিক!
সমাজের বুকে ধ্বনিত হউক-
ধন্য সাহিত্যিক!!