দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম-: চলো ঘুরে আসি
কলমে-: মোঃ সোলায়মান পিকে
তারিখ-: ০৫-০৭-২০২৫
চলো বন্ধু, একদিন ঘুরে আসি
ফেলে আসা সেই গাঁয়
যেখানে কেটেছে শৈশব কাল
সোঁদা মাটির মায়ায়।
দুপুর হলেই পালিয়ে গিয়েছি
কমলা নদীর ধারে
মায়ের শাসন মন থেকে মুছে
ব্যস্ততা ডুব সাঁতারে।।
বাড়ি ফিরলেই উত্তম মধ্যম
হাসিমুখে দিত মা’য়ে
পালিয়ে গিয়ে যে আশ্রয় নিয়েছি
দাদির আঁচল ছায়ে।
সাঁঝের বেলায় পড়া ফাকি দিয়ে
জোনাকি এনেছি ধরে
প্রদীপ নিভিয়ে ছেড়ে দিয়ে ঘরে
দেখেছি আনন্দ করে।।
ঠুনকো কথায় মান অভিমান
বন্ধুদের সাথে হতো
শর্ত ছাড়াই রাগ বিদ্বেষ সব
নিমিশেই উবে যেত।
বন্ধুরা হয়তো পথ চেয়ে আছে
কবে ফিরে যাবো গাঁয়
আমাদের সাথে গল্পের আসরে
বসবে শান্তির ছায়।।