দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম -খেশারত দিতে হবে
কলমে – মাহবুব আলম বুলবুল
তারিখ -৫/৭/২৫
তোর ভুলের জন্য তোকেই
খেশারত দিতে হবে,
চোখের জলে সারা জীবন
থাকতে হবে ভবে।
ক্ষমা করতে চেয়ে ছিলাম
তোর সামনে দাঁড়িয়ে,
অহংকারে তুই সেই সুযোগ
হারালি মন তাড়িয়ে।
আমি ছিলাম তোর জীবনে
সকল সুখের মুল,
বিনা দোষে অন্ধ হয়ে
বুঝলি আমায় ভুল।
একটু ভেবে দেখিস তুই
দোষ ছিলো কার,
কিসের জন্য বন্ধ করলি
ভালোবাসার দ্বার।
ভেবে ছিলি তোর কারণে
উদাস আমি হবো,
সারা জীবন আমি হয়তো
তোর অপেক্ষায় রবো।
সব ধারণার চিন্তা ভাবনা
মাটি হলো তোর,
আমার জীবনে হবে দেখিস
সোনালী সুখের ভোর।