দৈনিক কবিতা প্রকাশ
কবিতার নামঃ পদ্মফুল
কবির নামঃ বি এম মিজানুর রহমান
তারিখঃ ০৫/০৭/২০২৫
আমার মনের ফুলদানিতে
লাগবে পদ্মফুল,
খুঁজছি আমি দিবানিশি
হয় না যাতে ভুল।
ঘুরে ফিরছি মাঠে ঘাটে
তেপান্তরের পথ,
খুঁজে পেলে পদ্ম ফুলটা
চড়বো সুখের রথ।
পথে আমার কাঁটার বাঁধা
বিঁধুক নাই রে দুখ,
পদ্মফুল যে খুঁজে পেলে
মনে আসবে সুখ।
সুখের কথা বলবো কি আর
পেলাম খুঁজে ফুল!
নর্দমার ফুল তাইতো লোকে
বলে হলো ভুল।
ফুলটা পদ্ম লাগছে ভালো
ফুলদানিতে মোর,
ভালোবেসে আসে আমার
এখন নতুন ভোর।