দৈনিক কবিতা প্রকাশ শিরোনাম…… আঁধার দিয়ে ঢাকা
কলমে…….লিয়াকত সেখ
তাং……..০৫,০৭,২৫
নেই কোনো আয় উপায় তো নাই
হাতে নিয়ে থলি,
হাট করা আজ মাথাতে বাজ
দামের কোপে বলি !
গোমড়া মুখে হাটে ঢুকে
চোখ যদি যায় মাছে,
দামে ছ্যাঁকা ভ্যাবাচেকা
হয় না যাওয়া কাছে ।
ঝিঙে পটল দামে অটল
তাইতো থলি ফাঁকা,
জীবন হতাশ বন্ধ যে শ্বাস
আঁধার দিয়ে ঢাকা !
কাঁটা বেগুন জ্বলছে আগুন
ফোস্কা পরে হাতে,
হতাশ বুকে ঘরে ঢুকে
শান্তি বাসি ভাতে ।
মাছে ভাতে স্বপ্নে রাতে
নেই যে খেতে মানা,
গভীর ঘুমে দুখের চুমে
সুখ যে মেলে ডানা ।