কবিতার নাম – মন কথা বলে
কবির নাম – আশীষ খীসা
তারিখ-০৬।০৭।২০২৫ খ্রিঃ
মন কেন কথা বলে জানো?
মনে সুড়সুড়ি উঠলে,
মনেতে আবেগ সৃষ্টি হলে
মন উঠে পড়ে লাগলে।
মনের নেই অথচ কোনো মুখ
তবু মন কথা বলে,
মন চলে আবেগে উৎসাহে
ছলে বলে কৌশলে।
মনকে সহজেই যায় না ধরা
কোনো অঙ্গ নেই বলে,
মন চলে নিজের মত করে
হৃদয়ের গহীন তলে।
মন কথা বলে একান্ত নীরবে
দেহের খুব অন্তরালে,
প্রকাশ পায় আচার-আচরণে
মন ধৈর্য চ্যুতি হলে।
মন কথা বলে উদ্দীপনায়
প্রেষণা জাগ্রত হলে,
মনের আকাঙ্ক্ষা বেশি হলে
মন যে খুব কথা বলে।
মন কথা বলে অনুভূতির
মাত্রা খুব বেড়ে গেলে,
মন যদি বেশি কথা বলে
স্বপ্ন রাজ্যে যায় চলে।